![]() |
গ্রাফিক্স ডিজাইন একটি সৃজনশীল এবং আকর্ষণীয় পেশা । দেশে বিদেশে এমন কোনও ক্ষেত্র নেই যেখানে গ্রাফিক ডিজাইনারদের প্রয়োজন হয় না। যাদের রয়েছে সৃজনশীল কাজ এবং আকর্ষণীয় ক্যারিয়ার গড়ার ইচ্ছা তাদের জন্য গ্রাফিক্স ডিজাইন একটি সুন্দর এবং সাবলীল আয়ের পথ । অন্যান্য কাজের তুলনায় গ্রাফিক ডিজাইন শেখা সহজ, যা মোটামুটি কনফিগারেশনের একটি পিসি হলে কাজ করা সম্ভব। আর ফ্রিল্যান্স মার্কেটপ্লেস গুলোতে গ্রাফিক ডিজাইনের কাজ করে তুলনামূলক বেশী আয় করা যায়। তাছাড়া গ্রাফিক্স ডিজাইনিং একটি সম্মানজনক পেশা। এখন ছোট বড় প্রায় প্রতিটি কোম্পানিতে গ্রাফিক্স ডিজাইনারের চাকুরী রয়েছে। সুতরাং গ্রাফিক্স ডিজাইনকে বেঁছে নিতে পারেন আপনার ক্যারিয়ার হিসেবে। |
আমাদের কোর্সে যা থাকছেঃ ১. এডোবি ফটোশপ ২. এডোবি ইলাস্ট্রেটর এই কোর্স করে আপনি যেসব কাজ করতে পারবেনঃ ১. লোগো ২. বিজনেস কার্ড / ভিজিটিং কার্ড ৩. ব্যানার / পোস্টার/ সাইনবোর্ড্ ৪. লিফলেট ৫. ম্যাগাজিন কাভার ৬. ব্রশিয়ার ৭. লেটারহেড ৮. প্যাড |
Recent Comments