Accessories

Computer Networking কি?

সহজ ভাষায়, এক বা একাধিক কম্পিউটারে নিজেদের মধ্যে আন্ত সংযোগ প্রক্রিয়াকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়। অন্যভাবে বলা যায় কম্পিউটার নেটওয়ার্ক বা নেটওয়ার্কিং হচ্ছে একাধিক কম্পিউটারকে একে অপরের সাথে সংযুক্ত স্থাপন করা এবং এক কম্পিউটার এর সাথে অন্য কম্পিউটার এর ডাটা এবং হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা। নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা এক কম্পিউটার এর সাথে একাধিক কম্পিউটার বা যন্ত্রানুষঙ্গ (যেমন- মোডেম, প্রিন্টার, স্ক্যানার, রাউটার ইত্যাদি) যুক্ত করার মাধ্যমে আমাদের ব্যক্তিগত এবং ব্যবসায়ীক কাজের গতি বৃদ্ধি করতে পারি। কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটার গুলো ক্যাবল, অথবা ক্যাবল ছাড়া (ওয়্যারলেস )প্রযুক্তির মাধ্যমে কানেক্টেড থাকে যাতে বিভিন্ন আলাদা ডিভাইজ (নোড) গুলো একে অপরের সাথে কথা বলতে পারে। এবং আমাদের চাহিদা চাহিদা অনুসারে কম্পিউটার নেটওয়ার্ক কে বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগাতে পারি।

print