Admission

Thangsu Chiran’s Success Story | থেংসু চিরানের সফলতার গল্প
সফট্ টাচ কম্পিউটার সেন্টার থেকে কোর্স করার পর প্রতিষ্ঠান থেকেই থেংসু চিরান কে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বর্তমান তিনি সুপরিচিত একটি প্রতিষ্ঠানে কর্তরত আছেন।

ভর্তি জন্য প্রয়োজনীয় তথ্যাদি


ক) যোগ্যতা :

  •  শিক্ষার্থীকে অবশ্যই ৮ম শ্রেণি পাস হতে হবে। “অফিস এপ্লিকেশন” ১ মাস এবং ২ মাসের কোর্সের জন্য।
  • পেশাগত/চাকুরীজীবি শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এস.এস.সি/এইচ.এস.সি অথবা সমমান হতে হবে।

খ) কাগজপত্র :

  •  যেকোন ১টি সনদপত্র এর ১ কপি ফটোকপি জমা দিতে হবে।  যেমন – জে.এস.সি /  এস.এস.সি মূল সার্টিফিকেট এর ১ কপি ফটোকপি।
  • জে.এস.সি/এস.এস.সি/সমমান পাসকৃত ছাত্র/ছাত্রীদের জম্ননিবন্ধন সনদপত্রের ১ কপি ফটোকপি।
  • এইচ.এস.সি/সমমান শিক্ষার্থীরা নাগরিক সদনপত্র এর ১ কপি ফটোকপি জমা দিতে হবে।

            বি:দ্র: যদি নাগরিক সনদপত্র না থাকে তাহলে যেকোন সার্টিফিকেট এর  ১ কপি ফটোকপি জমা দিতে হবে।

গ) ছবি:

  •  শিক্ষার্থীকে অবশ্যই ষ্টুডিও থেকে সদ্য তোলা পাসর্পোট সাইজ এর ১ কপি ছবি জমা দিতে হবে।
  • কম্পিউটার প্রিন্ট / ঘোলা / অস্পষ্ট / ১ বছরের বেশি পুরাতন ছবি গ্রহণ যোগ্য নয়।

ঘ) ভর্তির জন্য সময়:

  • শিক্ষার্থী যেকোন ব্যাচ এ ভর্তি হতে পারবে।যেমনঃ সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা ও রাত।
  • ভর্তি হওয়ার কোন প্রকার নির্ধারিত সময় নেই। যেমন: মাসের শুরুতে অথবা মাসের মাঝামাঝি অথবা কোন ব্যাচ এর শুরুতে।
  • শিক্ষার্থী ইচ্ছে করলে যেকোন সময় ভর্তি হতে পারবে। হোক মাসের প্রথম বা মাসের শেষে।

ঙ) সুযোগ সুবিধা:

  •  যে সকল শিক্ষার্থী র্দূবল তাদের জন্য অতিরিক্ত সময়ের ব্যবস্থা।
  • চাকুরিজীবি মহিলা/পূরুষদের জন্য চাকুরির আগে ও পরে ক্লাসের ব্যবস্থা।
  • যদি কোন শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে র্কোস শেষ করতে না পারে তাহলে তাকে অতিরিক্ত ক্লাস সুযোগ করে দেয়া।
  • মেধাবী শিক্ষার্থীদের জন্য কর্ম-সংস্থানের ব্যবস্থা।