Application for Re-Exam [পূণরায় পরিক্ষার জন্য আবেদন পত্র]
যে সকল পরিক্ষার্থী নির্ধারিত সময়ে লিখিত, মৌখিক এবং প্রাকটিক্যাল পরিক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, সে সকল পরিক্ষার্থী নিজ হাতে নিম্মের দরখাস্তটি লিখবে এবং পরিক্ষার ফি-সহ অফিসে এসে জমা দিবেন। আবেদন পত্রটি জমা দেওয়ার পর পরিক্ষার্থীকে অফিস কর্তৃপক্ষ মেসেস অথবা ফোন কল অথবা স্যোসাল মিডিয়া প্লাটফর্ম এর মাধ্যমে পরিক্ষার দিন ও সময় জানিয়ে দিবেন। নির্ধারিত দিন ও সময়ে পরিক্ষার্থীকে অবশ্যই পরিক্ষায় অংশগ্রহণ করতে হবে, অন্যথায় পরিক্ষার্থীকে অকৃতকার্য এবং তাহার রেজিস্ট্রেশন বাতিল বলিয়া গণ্য হবে। নিম্নের শূণ্যস্থান গুলো অবশ্যই সঠিক এবং নির্ভূলভাবে পূরণ করবেন। কোন প্রকার ঘষামাজা গ্রহণযোগ্য নহে।
