Freelancing Course

How To Make Money By Freelancing With Just One Laptop/Desktop Computer

প্রথমবারের মত সফট্ টাচ্ কম্পিউটার সেন্টার দেশ ও বিদেশের তরুণ/তরুনীদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের আয়োজন করেছে। গৃহিনী ও চাকরিজীবিরাও সন্ধ্যার পর এই কোর্স করতে পারবে। ছাত্র-ছাত্রীরা রেগুলার ক্লাস করে কোর্স শেষে আপনি পার্টটাইম কিংবা ফুল টাইম হিসেবে অনলাইন আয় তথা ফ্রিল্যান্সিং কাজ করে স্বাবলম্বী হতে পারবেন।

ফ্রিল্যান্সিং র্কোসঃ
৩ মাস, সপ্তাহে ২ দিন; ক্লাস সংখ্যা ২৪ টি;
ক্লাসের সময়- ১ ঘন্টা, মোট – ২৪ ঘন্টা

এই কোর্সে কি কি শেখানো হবে? 

  1. আউটসোর্সিং ওয়েবসাইটের সাথে পরিচিতি।
  2. বিভিন্ন মার্কেটপ্লেস সম্বন্ধে জানা ও বুঝা।
  3. EMAIL ACCOUNT খোলা এবং VERIFY করা।
  4. ই-মেইল একাউন্ট LINK ADD এবং অ্যাকটিভেইট করা।
  5. ফ্রিল্যান্সিং কাজের জন্য ওয়েবসাইটে একাউন্ট তৈরি করা।
  6. প্রোফাইল তৈরি এবং কি নিয়ে কাজ করবো- উপস্থাপন করা।
  7. নিজের তৈরি DESIGN মার্কেটপ্লেসে কিভাবে উপস্থাপন করবো।
  8. ডিজাইন কয়টি উপস্থাপন করবো এবং কিভাবে?
  9. কিভাবে ডিজাইন সম্বন্ধে বণর্না, প্রাইজ এবং ক্যাটাগরি উপস্থাপন করবো।
  10. প্রোডাক্টগুলো সম্বন্ধে বণর্না এবং কি FORMAT এর কাজ উপস্থাপন করবো।
  11. একাউন্ট তৈরির পর, কোনটির কি কাজ সেই সম্বন্ধে জানা ও শিখা।
  12. নিজের অপ্রয়োজনীয় ডিজাইন কিভাবে বাতিল এবং এক্টিভ করা হয়।
  13. কিভাবে PAYMENT এর জন্য ACCOUNT ADD করে; সেই নিয়মগুলো শিখনো।
  14. PAYONEER ওয়েবসাইটে ACCOUNT কিভাবে খুলবো।
  15. কাস্টমারদের কিভাবে কাজের জন্য REQUEST দিতে হয়।
  16. মার্কেটপ্লেস এর সর্ম্পকে জানা এবং কিভাবে সবর্দা নিজের একাউন্ট আপডেট রাখবো।
  17. কিভাবে SOCIAL MEDIA-এ নিজের মার্কেটিং করবো।
  18. মার্কেটপ্লেস-এ কাজের জন্য বিভিন্ন নতুন তথ্যাদি সর্ম্পকে নিয়মিত কিভাবে জানা যায়।
  19. কাস্টমার POST REQUEST সর্ম্পকে জানবো।
  20. কিভাবে নিজের সবচেয়ে ভাল ডিজাইনটি উপস্থাপন করবো।
  21. মার্কেটপ্লেস-এ কাজ পাওয়ার পর কি কি করতে হবে তা সম্বন্ধে জানবো।
  22. কাস্টমারদের কাজ ডেলিভারি কিভাবে দিবো।
  23. কিভাবে কাস্টমারদের সাথে ইংরেজিতে কথা বলবো।
  24. কিভাবে কাস্টমারদের ORDER CANCEL করবো।
  25. কাস্টমার-এর সাথে কিভাবে যোগাযোগ অথবা কথা বলবো।
  26. যদি কোন কারণে ছুটি/অসুস্থ/কাজ না করা যেকোন সমস্যার জন্য কাজ থেকে কিভাবে বিরত থাকবো।
  27. ACCOUNT-এর সর্ম্পকে বিস্তারিত বিষয় নিয়ে জানবো।
  28. ACCOUNT-এর সর্ম্পকে কোন ধরনের সমস্যা হলো কিভাবে সমাধান করবো।
  29. ACCOUNT-যদি বন্ধ হয়ে যায় তাহলে কি করতে হবে।
  30. মোবাইল এর মাধ্যমে কিভাবে ACCOUNT-টি চালাতে পারবো।
  31. কিভাবে ACCOUNT- থেকে টাকা PAYONEER ACCOUNT –এ নিবো।
  32. কিভাবে ACCOUNT – এ টাকা ব্যাংক একাউন্ট-এ নিবো।
  33. কিভাবে নিজের কম্পিউটার-কে ঠিক রাখবো এবং খুটি-নাটি বিষয় গুলো সম্বন্ধে জানা।
  34. ANTI VIRUS কিভাবে INSTALL এবং REMOVE ‍ করবো।
  35. ANTI VIRUS আপডেট ও VIRUS স্ক্যান করা।
  36. কিভাবে কম্পিউটারের SPEED ঠিক রাখবো এবং কোন কাজগুলো একদম করবো না।
  37. INTERNET লাইন সংযোগ এবং ছোট-খাটো সমস্যা সম্বন্ধে আলোচনা ।
  38. INTERNET থেকে কিভাবে ডাউনলোড করে এবং বিভিন্ন ফরমেইটে কিভাবে পর্রিবতন করে।
  39. কিভাবে অনেকগুলো ইমেইজ একসাথে কাস্টমার-কে পাঠাবো।
  40. প্রয়োজনীয় সফটওয়্যারগুলো INSTALL করা এবং UNINSTALL করা।