Graphic Design Professional

গ্রাফিক্স ডিজাইন কি ?

গ্রাফিক্স শব্দটির অর্থ ড্রইং। গ্রাফিক্স শব্দটি সেই সব চিত্রগুলোকে বুঝায় যে চিত্রগুলোর সফল পরিসমাপ্তি ড্রইং এর উপর নির্ভরশীল। ডিজাইন শব্দটির অর্থ পরিকল্পনা বা নকশা। সহজ কথায় বললে গ্রাফিক্স ডিজাইন হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে যে কোন তথ্য বা ছবি শৈল্পিক উপায়ে উপস্থাপন করা হয়। একজন ডিজাইনার তার কাজের মাধ্যমে খুব সহজেই ব্যবহারকারির মধ্যে প্রভাব ফেলতে পারেন এবং সংক্ষিপ্ত ও নান্দনিক উপায়ে তথ্য পৌঁছে দিতে পারেন।লোগো, ব্র্যান্ডিং, পাবলিকেশন, ম্যাগাজিন, পত্রিকা, বই, থেকে শুরু করে পোস্টার, বিলবোর্ড, ওয়েবসাইট গ্রাফিক্স, সাইন, প্রোডাক্ট প্যাকেজিং পর্যন্ত কোথায় নেই গ্রাফিক্সের ব্যবহার! তুলনামূলকভাবে গ্রাফিক্স ডিজাইনের ইতিহাস খুব বেশিদিনের না হলেও এই টার্মটি সর্বপ্রথম ১৯২২ সালে প্রথম ব্যবহৃত হয়, উদ্ভাবকের নাম উইলিয়াম অ্যাডিসন উইগিংস। আর অ্যাডভার্টাইজিং এর জন্যে গ্রাফিক্স ডিজাইন এবং ফাইন আর্টসের ব্যবহার শুরু হয় বিংশ শতাব্দীর শুরু থেকে। যার মূল উদ্দেশ্য ছিল পণ্য এবং বিভিন্ন সেবার বাজারকরণ কিংবা মার্কেটিং। সেই তখন থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি গ্রাফিক্স ডিজাইনারদের, নিত্যনতুন আইডিয়া আর ডিজাইন নিয়ে গ্রাফিক্স ডিজাইন এগিয়ে এসেছে বহু পথ। কাজকে আরো সহজ করার জন্যে তৈরী হচ্ছে নিত্যনতুন প্রযুক্তি আর সফটওয়্যার। সেই সাথে তাল দিয়ে বাড়ছে ডিজাইনারদের চাহিদাও।

সফট্ টাচ কম্পিউটার সেন্টার থেকে গ্রাফিক্স ডিজাইন প্রফেশনাল কোর্স করে বর্তমানে তিনি একজন সফল ডিজাইনার

গ্রাফিক্স ডিজাইন প্রফেশনাল কোর্সঃ

৩ মাস, সপ্তাহে ২ দিন; ক্লাস সংখ্যা ২৪ টি;
ক্লাসের সময়- ১ ঘন্টা ৩০ মিনিট মোট ঘন্টা- ৪৮ ঘন্টা

কোর্স সমূহঃ প্রফেশনাল ও ফ্রিল্যান্সিং উপযোগী

ক) এডোবি ফটোশপ এবং
খ) এডোবি ইলাস্ট্রেটর

এই কোর্সে কি কি শেখানো হবেঃ

১. লোগো ডিজাইন
২. বিজনেস কার্ড / ভিজিটিং কার্ড তৈরির প্রজেক্ট
৩. ব্যানার/ পোস্টার/ সাইনবোর্ড্
৪. ক্লিপিং পাথ
৫. ইমেজ এডিটিং (ব্যাসিক ও এ্যাডভান্স)
৬. ব্রোশিউর ডিজাইন
৭. ব্যাকগ্রাউন্ড রিমুভ করা (ব্যাসিক ও এ্যাডভান্স)
৮. প্যাড ডিজাইন
৯. লেটারহেড ডিজাইন
১০. ফ্লাইয়ার ডিজাইন
১১. সোস্যাল ফটো ডিজাইন
১২. বাউচার ডিজাইন
১৩. ম্যাগাজিন কাভার ডিজাইন
১৪. টি-র্শাট ডিজাইন
১৫. ক্যাশ মেমো ডিজাইন
১৬. ক্যালেন্ডার ডিজাইন
১৭. আই.ডি র্কাড ডিজাইন
১৮. স্টিকার ডিজাইন
১৯. ব্যাকড্রোপ ডিজাইন
২০. টিকেট ডিজাইন
২১. এড ডিজাইন
২২. লিফলেট ডিজাইন
২৩. প্রোডাক্ট ‍এড ডিজাইন
২৪. নিউজ পেপার এড তৈরি
২৫. ফেসবুক মার্কেটিং এড ডিজাইন
২৬. আমন্ত্রণপত্র
২৭. কালার কনসেপ্ট
২৮. কিভাবে ২/৩ টা ডিজাইন থেকে ১টি নতুন ডিজাইন তৈরি করবেন
২৯. এডোবি ফটোশপ ও এডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার Install করা
৩০. অন্যান্য আরোও খুটি-নাটি বিষয় নিয়ে আলোচনা